সাদাপাথর লুটকাণ্ডে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা আলফু মিয়া গ্রেপ্তার


 

সিলেটের সাদাপাথর লুটকাণ্ডের মূল হোতাদের মধ্যে একজন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল অদুদ ওরফে আলফু মিয়াকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকার ২৬ নম্বরে তার নাম রয়েছে।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রতন শেখ জানান, আলফুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে। ৫ আগস্টের আগে ও পরে হত্যাসহ একাধিক মামলা থাকলেও তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের দাপটে চলাফেরা করতেন। আলফু মিয়া তার ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে ধলাই নদীর সাদাপাথর ও বালু উত্তোলন নিয়ন্ত্রণ করতেন, যা স্থানীয়দের প্রতিবাদ সত্ত্বেও অবৈধভাবে পরিচালিত হতো।

 

পুলিশ জানায়, আলফু মিয়ার সঙ্গে সাদাপাথর লুটকাণ্ডে বিএনপি নেতা সাহাব উদ্দিনেরও যোগসাজশ ছিল। সাহাব উদ্দিনকে ১৩ সেপ্টেম্বর র‌্যাব গ্রেপ্তার করে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করে; তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে এবং বিএনপি কেন্দ্রীয় দপ্তর ১১ আগস্ট তার সব পদ স্থগিত করেছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ