অফিস ডেস্ক
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি হামলাকারীদের কঠোর ভাষায় সমালোচনা করেন।
স্ট্যাটাসে সারজিস আলম হামলাকারীদের ‘পা চাটা দালাল’ ও ‘অসভ্য জানোয়ার’ আখ্যায়িত করে বলেন, এরা তাদের বিবেকবোধ হারিয়ে ফেলেছে এবং এদের পরিবার ও আত্মীয়-স্বজনের জন্য অভিশাপ। তিনি আরও অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, লুটপাট, ধর্ষণসহ ঘৃণিত কোনো কাজ বাকি রাখেনি এরা। সতর্ক করে তিনি বলেন, যারা এই শয়তানদের আশ্রয় দিয়েছে, সুযোগ পেলে এই কালো সাপগুলো তাদেরকেই ছোবল মারবে। এর আগে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, যেখানে আওয়ামী লীগ, সেখানেই মাইর। তিনি প্রশ্ন তোলেন, জনগণের দ্বারা প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে? দলীয় সূত্রে জানা গেছে, এই হামলাকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রতি প্রতিশোধপরায়ণ হামলার অংশ হিসেবে দেখা হচ্ছে।