যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলা: তীব্র প্রতিক্রিয়া সারজিস আলমের


নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি হামলাকারীদের কঠোর ভাষায় সমালোচনা করেন।

স্ট্যাটাসে সারজিস আলম হামলাকারীদের ‘পা চাটা দালাল’ ও ‘অসভ্য জানোয়ার’ আখ্যায়িত করে বলেন, এরা তাদের বিবেকবোধ হারিয়ে ফেলেছে এবং এদের পরিবার ও আত্মীয়-স্বজনের জন্য অভিশাপ। তিনি আরও অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, লুটপাট, ধর্ষণসহ ঘৃণিত কোনো কাজ বাকি রাখেনি এরা। সতর্ক করে তিনি বলেন, যারা এই শয়তানদের আশ্রয় দিয়েছে, সুযোগ পেলে এই কালো সাপগুলো তাদেরকেই ছোবল মারবে। এর আগে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, যেখানে আওয়ামী লীগ, সেখানেই মাইর। তিনি প্রশ্ন তোলেন, জনগণের দ্বারা প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে? দলীয় সূত্রে জানা গেছে, এই হামলাকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রতি প্রতিশোধপরায়ণ হামলার অংশ হিসেবে দেখা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ