মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জে চিহ্নিত ও তালিকাভুক্ত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী জামিল মোল্যা (৪৫) ও লিটু খান (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে চর বাংলাবাজার (কাজিয়ারচর) এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জামিল মোল্যার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত সজল হত্যা মামলা (২০৭ নং আসামী), চাঁদাবাজি ও বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। অন্যদিকে লিটু খানের বিরুদ্ধে খুন ও মারামারিসহ একাধিক মামলা চলমান রয়েছে।
গ্রেফতারের পর আসামিদের থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করেছেন।