মুন্সীগঞ্জে তালিকাভুক্ত দুই সন্ত্রাসী গ্রেফতার


 

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জে চিহ্নিত ও তালিকাভুক্ত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী জামিল মোল্যা (৪৫) ও লিটু খান (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে চর বাংলাবাজার (কাজিয়ারচর) এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, জামিল মোল্যার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত সজল হত্যা মামলা (২০৭ নং আসামী), চাঁদাবাজি ও বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। অন্যদিকে লিটু খানের বিরুদ্ধে খুন ও মারামারিসহ একাধিক মামলা চলমান রয়েছে।

গ্রেফতারের পর আসামিদের থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করেছেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ