শিরোনাম:

ভালুকায় আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস পালিত

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:৪৭
photo

‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ভালুকা উপজেলা পরিষদ চত্ত্বরে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা প্রশাসনের দিনটি উপলক্ষে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফিরোজ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীপ্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন