অফিস ডেস্ক
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার শেখেরচর গ্রামে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১৬ই ডিসেম্বর বাদ মাগরিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে একটি নির্বাচনীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফরহাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম পুলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল হক দুলাল। আলোচনা সভায় নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। এছাড়াও ইউনিয়ন বিএনপি, ৫ ও ৬ নং ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন। সভায় বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।