অফিস ডেস্ক
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২০২৫ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী পরিচালক রুম্পা ঘোষ এর সভাপতিত্বে ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনের সঞ্চালনায় এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ-সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আহ্বায়ক হাজী আব্দুল কুদ্দুস ধীরন,যুদ্ধ কালীন কমান্ডার সিরাজদিখান-শ্রীনগর আলী আহম্মেদ বাচ্চু,প্রাক্তন ডেপুটি কমান্ডার এ কে এম শামসুদ্দিন আহম্মেদ,সহকারী কমিশনার ভুমি তৌহিদুল ইসলাম বারী,সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান, উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ সমাজের সকল স্তরের ব্যক্তিবর্গ স্বতঃফূর্ত ভাবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।