শিরোনাম:

ঢাকাস্থ জার্মান দূতাবাসে ‘সাংস্কৃতিক ও জনসংযোগ কর্মকর্তা’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৫:৪১
photo

ঢাকায় অবস্থিত জার্মানির ফেডারেল রিপাবলিকের দূতাবাসে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দূতাবাসের কালচারাল অ্যান্ড প্রেস সেকশনে ‘সাংস্কৃতিক ও জনসংযোগ কর্মকর্তা’ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার সাম্প্রতিক ট্রেন্ড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ইংরেজি ভাষায় অত্যন্ত দক্ষতা এবং বাংলায় ভালো যোগাযোগ সক্ষমতা থাকতে হবে বলেও যোগ্যতার শর্তে উল্লেখ করা হয়েছে।

 

এটি একটি ফুল-টাইম চাকরি। নির্বাচিত প্রার্থীকে সপ্তাহে ৩৮ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে। বেতন নির্ধারণ করা হবে দূতাবাসের অভ্যন্তরীণ বেতন স্কেল অনুযায়ী। আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) ও প্রয়োজনীয় কাগজপত্র পিডিএফ ফরমেটে সংযুক্ত করে bewerbungen@dhak.diplo.de ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য দূতাবাসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

 

উল্লেখ্য, এই পদে আবেদনের শেষ সময় আগামী ৮ জানুয়ারি ২০২৬ ইং। সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করতে আগ্রহী প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকাস্থ জার্মান দূতাবাস।

শেয়ার করুন