শিরোনাম:

টঙ্গীবাড়ি প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার, আব্দুল কাদির খান:
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:১৫
photo

মহান বিজয় দিবস উপলক্ষে টঙ্গীবাড়ি প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় টঙ্গীবাড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান বিজয়ের তাৎপর্য স্মরণ করেন। পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন চমকদার ও শামসুদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক আবুবক্কার মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহাগ ও নাজমুল ইসলাম পিন্টু এবং সাংগঠনিক সম্পাদক কাদির খান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য মাসুদ রানা ও হারুন রশিদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। কর্মসূচিতে বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন, এই বিজয়ের চেতনা ধারণ করেই দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শেয়ার করুন