অফিস ডেস্ক
জামালপুরের ৩০নং কলকিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে এক আবেগঘন আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এ বছর বিদ্যালয়টি থেকে মোট ৫০ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুর রহমান (আতিক) শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভারাক্রান্ত কণ্ঠে বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, সুশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধে নিজেকে গড়ে তুললেই জীবনে প্রকৃত সাফল্য অর্জন সম্ভব। তিনি শিক্ষার্থীদের দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এ সময় বিদ্যালয়ের সরকারি শিক্ষক আবুল হাসান, সহকারী শিক্ষক মোজাফফর হোসেন এবং সহকারী শিক্ষক মাসুদুল হাসান পৃথকভাবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তাঁরা শিক্ষাজীবনের পরবর্তী ধাপে ধৈর্য, অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং সকল পরীক্ষার্থীর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানটি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এক স্মরণীয় ও আবেগপূর্ণ মুহূর্তে পরিণত হয়। বিদায়ের ক্ষণে শিক্ষার্থীদের চোখে-মুখে যেমন ছিল ভবিষ্যৎ স্বপ্নের ঝিলিক, তেমনি শিক্ষকদের কণ্ঠে ছিল স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদের বার্তা।
আল আমিন রানা দেশ আমারটিভি, আল আমিন রানা সংবাদ৫২ টিভি চব্বিশ ঘন্টা খবর