শিরোনাম:

মুন্সীগঞ্জ-১ আসনের খসড়া মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ ও মশাল মিছিল

মোঃ তারিকুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি:
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:৫৮
photo

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর–সিরাজদিখান) আসনে বিএনপির দেওয়া খসড়া মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যা ৭টায় শ্রীনগর স্টেডিয়াম থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়। মশাল হাতে নেতা-কর্মীরা ‘খসড়া মনোনয়ন বাতিল করো’, ‘ত্যাগী নেতার সঠিক মূল্য দাও’সহ বিভিন্ন স্লোগান দিয়ে এলাকায় প্রতিবাদ জানান। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করা নেতাদের যথাযথ মূল্যায়ন না করে সুবিধাভোগীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তারা খসড়া মনোনয়ন তালিকা থেকে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নাম প্রত্যাহার করে দলের জন্য যোগ্য, গ্রহণযোগ্য ও ত্যাগী নেতাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

 

উল্লেখ্য, সম্প্রতি ঘোষিত বিএনপির খসড়া মনোনয়ন তালিকায় সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে মুন্সীগঞ্জ-১ আসনে দলের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। এ ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপির একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। বিক্ষোভ ও মশাল মিছিলের কারণে সন্ধ্যার দিকে শ্রীনগরের ছনবাড়ী বাজার এলাকায় কিছু সময় যানবাহন চলাচলে ধীরগতি দেখা যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

 

শেয়ার করুন