শিরোনাম:

এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ

আরিফ হোসেন হারিছ, সিরাদিখান প্রতিনিধি:
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:০০
photo

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম–৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় সিরাজদিখান উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ’র নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গোয়ালবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. সিদ্দিক মোল্লা, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খান, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মো. রাসেল এবং যুবদল নেতা আমান মোল্লাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এ ছাড়াও উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়

 

শেয়ার করুন