অফিস ডেস্ক
সদ্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে রাজনীতিতে স্বাগত জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা প্রকাশ করেন। নুরুল হক নুর লিখেছেন, আসিফ হঠাৎ আবির্ভূত কোনো নেতা নন; ফ্যাসিবাদের দমবন্ধ করা সময়ে রাজপথের লড়াই থেকেই তার উত্থান। তিনি নিজের রাজনৈতিক সংগ্রামে আসিফকে সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অভিপ্রায়ে আসিফ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলে যোগ দেননি, তবে শিগগিরই সিদ্ধান্ত নিতে পারেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দায়িত্বে থাকলে সমালোচনা অনিবার্য। বয়সজনিত অনভিজ্ঞতা বা পরিপক্বতার অভাবে সজীব কিছু ভুল করে থাকতে পারেন, তবে সংগ্রাম ও ত্যাগের আলোকে নুর তা তুচ্ছ বলে মনে করেন। তিনি সজীবকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানান।এদিকে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণঅধিকার পরিষদে পুনরায় যোগ দিতে পারেন এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে জোরালো হচ্ছে। এ বিষয়ে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।