শিরোনাম:

তফসিল ঘোষণার পর আইন ভঙ্গ করলে ব্যবস্থা: ইসি সচিব আখতার আহমেদ

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:০৫
photo

তফসিল ঘোষণার পর কোনো রাজনৈতিক দল আইন লঙ্ঘন করলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সতর্কবার্তা দেন। সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যা যা প্রয়োজন, কমিশন তা বাস্তবায়ন করবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন যে, সব দল কমিশনকে সহযোগিতা করবে।

 

পোস্টাল ব্যালটে ভোটাধিকারের বিষয়ে তিনি জানান, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটের সুযোগ পাবেন। তাদের নিবন্ধনের জন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে, যা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। অ্যাপলের সংস্করণ পরে যুক্ত হবে। তফসিল ঘোষণার পর থেকেই নিবন্ধন শুরু হবে। পোলিং অফিসাররা ১৬–১৭ ডিসেম্বর এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ২১–২৫ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব মিলিয়ে ৩০০ আসনের তফসিল ঘোষণা করা হবে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, গাজীপুর ও বাগেরহাটের সীমানা সংক্রান্ত আদালতের আদেশ অনুযায়ী সংশোধন প্রক্রিয়া চলছে। আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি বিভিন্ন গণমাধ্যমে তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন তফসিল ঘোষণা করবেন। তফসিলে গণভোট এবং জাতীয় নির্বাচনের ভোটের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা, যাচাই-বাছাই, প্রত্যাহারের সময়সীমা, প্রার্থীদের আচরণবিধি এবং ভোটারদের জন্য নির্দেশনাসহ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে।তফসিল ঘোষণাকে ঘিরে নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন