শিরোনাম:

মুন্সীগঞ্জে মনোনয়ন বঞ্চিতদের সমাবেশ ও বিক্ষোভ

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৪:৫১
photo

মুন্সীগঞ্জ ১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহর পরিবর্তনের দাবিতে সমাবেশ ও  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত বিএনপির সমর্থকরা।শনিবার (২২ শে নভেম্বর) দুপুর ১২টা দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় কয়েক শতাধিক নেতাকর্মী উত্তেজিত হয়ে মূল এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে উঠে পড়েন। এসময় কয়েকজন সড়কে শুয়েও পড়েন। বিক্ষুব্ধরা যান চলাচলে বাঁধা দিলে চলাচলে বিঘ্ন ঘটে। পরে ১২টা ৫০ মিনিটের দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেন। পরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়।

এসময় পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা অব্যাহত রাখে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, ‘মনোনয়ন বঞ্চিত বিএনপির কিছু লোক মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের উপরে ওঠে স্লোগান দিতে থেকে। পরে ২-১ মিনিটের মধ্যেই সিনিয়র নেতারা চলে আসলে নেতাকর্মীরা নিজেরাই চলে যান। এসময় যান চলাচল বন্ধ হয়নি, সাময়িক জন্য সময়ের  বিঘ্ন ঘটেছে।’

উল্লেখ্য, দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে মনোনয়ন বাতিলের দাবিতে সমাবেশ হয়। সেখানে বক্তব্য রাখেন, মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও মমিন আলী। এসময় যোগ দেন আরেক মনোনয়ন বঞ্চিত মো. ফরহাদ হোসেন। সমাবেশ শেষে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় জড়ো হন নেতাকর্মীরা।

 

 

শেয়ার করুন