শিরোনাম:

মুন্সীগঞ্জে জামায়াতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ নভেম্বার ২০২৫ | সময়ঃ ১০:৫৬
photo

মুন্সীগঞ্জ–৩ (সদর–গজারিয়া) আসনের কেন্দ্রের প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টায় মিরকাদিম পৌরসভার দরগাবাড়ির সানাই কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুন্সীগঞ্জ–৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবু ইউসুফ বলেন, “জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে কেউ চাঁদাবাজি করবে না এবং কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। জনগণের চিকিৎসা সেবার মান উন্নয়নে একটি মেডিকেল কলেজ স্থাপনের চেষ্টা করা হবে। এছাড়া ঢাকা–মুন্সীগঞ্জ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করা হবে।” প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির আজম রুহুল কুদ্দুস বলেন, দাড়িপাল্লা মার্কার পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে। জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে জন্য সবাইকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ, বিশিষ্ট নিউরো সার্জন ও ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সুজন শরিফ, জেলা কর্মপরিষদ সদস্য মো. আক্তার হোসেন, নির্বাচন পরিচালক মো. আরশাদ আলী ঢালী, কর্মপরিষদ সদস্য মো. শাহজাহান সরকার, মো. সুরুজ মাস্টার, ডা. মো. ইব্রাহিম খলিল, সদর উপজেলা আমির মো. নুরুল আমিন সিকদার, পৌর আমির মাওলানা এইচ এম বায়েজীদ, গজারিয়া উপজেলা আমির মাওলানা মুহাম্মদ নুরে আলম, মিরকাদিম পৌর আমির মাওলানা মুহাম্মদ গোলাম জিলানীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও ভোটকেন্দ্র প্রতিনিধিরা অংশ নেন।

 

শেয়ার করুন