শিরোনাম:

মুন্সীগঞ্জে তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ নভেম্বার ২০২৫ | সময়ঃ ১০:৫৩
photo

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় শীতবস্ত্র বিতরণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ মহিউদ্দিনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় ফরাজিকান্দি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসমত তাতীঁর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মজিবুর রহমান। ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ডাঃ মোঃ শামীম মিয়া। স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

 

শেয়ার করুন