শিরোনাম:

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে স্বেচ্ছাসেবী সংস্থার ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ নভেম্বার ২০২৫ | সময়ঃ ১০:৫৮
photo

মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় আগত সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) মুন্সীগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজন করে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প। দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যাম্পে প্রায় ৩০০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। লঞ্চঘাটের প্রতিদিনের বিপুল যাত্রীচাপের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেয় সংস্থাটি। শ্রমজীবী, যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেণির অনেক মানুষই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না—এ কারণেই লঞ্চঘাট এলাকা ক্যাম্পিংয়ের জন্য নির্বাচন করা হয়। ক্যাম্পে সংস্থার প্রতিষ্ঠাতা, সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। তারা মানুষদের রক্তের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে ফল জানিয়ে দেন। পাশাপাশি রক্তদাতা সংগ্রহ, রক্তের প্রয়োজনীয়তা ও জরুরি পরিস্থিতিতে রক্তের গ্রুপ জানার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ান। 

 

সংস্থার প্রতিষ্ঠাতা ইয়াকুব খান বলেন,
“লঞ্চঘাটে প্রতিদিন জেলার বিভিন্ন মানুষ আসে। তাই এখানে ক্যাম্প করলে মানুষের কাছে সেবা পৌঁছায়। অনেকেই তাদের রক্তের গ্রুপ জানতেন না—আজ আমরা সেই ঘাটতি পূরণ করতে পেরেছি।”

 

ব্লাড বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান বলেন,
“এই ক্যাম্প শুধু রক্তের গ্রুপ জানানো নয়; ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজে পাওয়া সহজ করারও একটি উদ্যোগ। সামনে আরও বড় পরিসরে কার্যক্রম চালানো হবে।”  ক্যাম্পে আসা যাত্রী ও শ্রমজীবী মানুষ এই কার্যক্রমকে প্রশংসা করেন। অনেকেই জানান, “ব্যস্ততার কারণে রক্তের গ্রুপ জানার সুযোগ কখনো পাইনি। আজ জানতে পেরে খুব ভালো লাগছে।” স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগ লঞ্চঘাট এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে এবং স্থানীয়দের প্রত্যাশা—আগামী দিনগুলোতেও এমন মানবিক সেবা অব্যাহত থাকবে।

শেয়ার করুন