অফিস ডেস্ক
গত সেপ্টেম্বরে এশিয়া কাপে তিনবারের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানকে পরপর হারিয়েছিল ভারত। তবে দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টার এশিয়া কাপে সেই স্মৃতি ভুলিয়ে দিল পাকিস্তানের যুব দল। শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ‘এ’ দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নিল পাকিস্তান শাহিন্স।
টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা ভারত ‘এ’ দল শুরুটা ভালো করলেও দ্রুত বিপর্যয়ে পড়ে। ওপেনার বৈভব সূর্যবংশী প্রথম বলেই চার মেরে ইতিবাচক সূচনা করলেও মন্থর পিচে বড় শট নেওয়া কঠিন হয়ে পড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। চতুর্থ ওভারে শহিদ আজিজ বিদায় করেন ওপেনার প্রিয়াংশ আর্যকে (১০)।
বৈভব ও নমন ধীর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। নমন ২০ বলে ৩৫ ও বৈভব ২৮ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুফিয়ান মুকিম বৈভবকে সাজঘরে ফেরালে ভারতীয় ইনিংস ধসের মুখে পড়ে। শেষ দিকে হর্ষ দুবের ১৯ রানের ইনিংসও দলকে টানতে পারেনি। ১৯ ওভারেই ১৩৬ রানে অলআউট হয় ভারত ‘এ’।
লক্ষ্যটা ছোট হওয়ায় শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে পাকিস্তান। ভারতের বোলারদের বিক্ষিপ্ত লাইন–লেংথের সুযোগ নিয়ে শাহিন্স ব্যাটাররা দ্রুত রান তুলতে থাকেন। দ্বিতীয় ওভারে যশ ঠাকুর দেন ১৪ রান, পঞ্চম ওভারে গুরজপনীত সিংহ দেন ১৮ রান।
মাজ সাদাকাতকে দু’বার জীবন দেয় ভারত—একবার শূন্য রানে, আরেকবার ৫৩ রানে। সেই ভুলই বড় ক্ষতি ডেকে আনে। মাত্র ৪৭ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সাদাকাত। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও চারটি ছয়।
ভারতের হয়ে যশ ও সুযশ একটি করে উইকেট নেন।
এই জয়ের মাধ্যমে রাইজিং স্টার এশিয়া কাপে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করলো পাকিস্তান শাহিন্স।