অফিস ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার আগে রাজধানীর ধানমন্ডির দিকে দুটি বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার (১৭ নভেম্বর) বিবিসি বাংলার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।
লাইভ প্রতিবেদনে বলা হয়, ঢাকার সিটি কলেজের সামনের সড়ক দিয়ে বুলডোজার দুটি ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যাচ্ছিল। সঙ্গে থাকা একদল তরুণের পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা সেখানে উপস্থিত আছেন।
এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাতে একটি বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। সেই সময় একটি এক্সকাভেটরও ঘটনাস্থলে আনা হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলা দায়ের হয় শেখ হাসিনার বিরুদ্ধে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়। মামুন ইতোমধ্যেই দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যা এবং আশুলিয়ায় লাশ পোড়ানো—এই পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে। ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ৩ আগস্ট, আর শেষ হয় গত ৮ অক্টোবর তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরা শেষে।
পরে ২৩ অক্টোবর প্রসিকিউশন ও স্টেট ডিফেন্স আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের পর রায় ঘোষণার তারিখ নির্ধারণে ১৩ নভেম্বর দিন ধার্য করা হয়। এরপর ১৭ নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করা হয়।