অফিস ডেস্ক
মুন্সীগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাতকে বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপার বাংলোয় এ সংবর্ধনার আয়োজন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী জেলা প্রশাসকের দায়িত্বশীল ও আন্তরিক প্রশাসনিক ভূমিকার প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।