শিরোনাম:

কালেক্টরেট জামে মসজিদের উদ্বোধন: দীর্ঘ প্রতীক্ষার পর আধুনিক স্থাপত্যের নতুন সৌধ

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০১:১৭
photo

৩১ অক্টোবর ২০২৫—মুন্সীগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণের জন্য স্মরণীয় দিন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন করা হলো আধুনিক স্থাপত্যশিল্পে নির্মিত কালেক্টরেট জামে মসজিদ। উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।

২০২০ সালে কালেক্টরেট জামে মসজিদের নির্মাণকাজ শুরু হলেও বিভিন্ন কারণে প্রকল্পটি দীর্ঘ সময় স্থবির হয়ে ছিল। জেলার সেবা প্রার্থীদের আরামদায়ক ও শান্ত পরিবেশে নামাজ আদায়ের সুযোগ করে দিতে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত নিজস্ব উদ্যোগে স্থবিরতা দূর করেন এবং দ্রুতগতিতে নির্মাণকাজ সম্পন্ন করেন।

নির্মাণকাজ শেষ হওয়ায় ৩১ অক্টোবর ২০২৫ তারিখটি কালেক্টরেট প্রাঙ্গণের জন্য পরিণত হয় আনন্দমুখর দিনে। আধুনিক স্থাপত্যকৌশলে নির্মিত এই মসজিদটি দৃষ্টিনন্দন নকশা, প্রশস্ততা এবং উপযোগিতার কারণে উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নামাজ আদায় করতে আসা সাধারণ মুসল্লিরা জেলা প্রশাসকের প্রতি তাদের সন্তুষ্টি প্রকাশ করেন। তাঁরা বলেন, দীর্ঘদিনের চাহিদা পূরণ হওয়ায় কালেক্টরেট প্রাঙ্গণে এখন আরও স্বস্তিদায়ক পরিবেশে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা সম্ভব হবে।

জেলা প্রশাসকের এই মানবিক ও দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ সেবা প্রার্থীদের পাশাপাশি প্রশাসনিক মহলেও ইতিবাচক সাড়া ফেলেছে।

শেয়ার করুন