অফিস ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা এবং দলের চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মনির হোসেনের উদ্যোগে ৪নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই গণসংযোগে প্রতিটি বাড়িতে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট চান নেতাকর্মীরা। পাশাপাশি জেলা বিএনপির পক্ষ থেকে বিতরণ করা লিফলেট ভোটারদের মাঝে পৌঁছে দেন। এসময় তারা চাঁদপুর সদর–হাইমচর (৩) আসনে ধানের শীষের প্রার্থী, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে উপস্থিত সাধারণ ভোটারদের মধ্যে ছিলেন—
হোসেন খান, ইসমাইল ছৈয়াল, হাসিম গাজী, আর্শ্বাদ গাজী, লোকমান গাজী, মিজানুর রহমান প্রধানীয়া, জাকির গাজীসহ আরও অনেকে। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি সুশৃঙ্খল দল। শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতে গড়া এই দল শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। তারা আরও বলেন, চাঁদপুর সদর–হাইমচর (৩) আসনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবকে আগামীতে এমপি হিসেবে বিজয়ী করাই হবে আশিকাটি ইউনিয়নবাসীর অঙ্গীকার। এসময় বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।