শিরোনাম:

মুন্সীগঞ্জে বাংলা বাজার ইউনিয়নে সংঘবদ্ধ হামলা ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:১১
photo

 মুন্সিগঞ্জ সদর উপজেলা বাংলা বাজার ইউনিয়নেন বাংলা বাজারের চারটি দোকানে মালামাল লুট করে নিয়ে যায় দুর্ভিক্ষ করা অস্ত্রশস্ত্র নিয়ে  ৪০ হইতে ৫০ জনের মত লোকজন নিয়ে এই হামলা চালায় হামলার নেতৃত্ব দেয় দেলা দেওয়ান। পিতা হাবিবুর দেওয়ান। খুকু। তিতা দেলা দেওয়ান । দিপু । পিতা জসিম মালা পিতা তালা দেওয়ান প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে পঞ্চাশ হইতে ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায় এই ব্যাপারে আলি  মর্তুজা বলেন থানায় মামলা হবে

শেয়ার করুন