অফিস ডেস্ক
ইতালির ভিসেন্সা শহরে প্রবাসী বাংলাদেশিদের সরকারি সেবা প্রদানের লক্ষ্যে মিলান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা। স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সহায়তায় আয়োজিত এ সেবায় ভিসেন্সা ও আশপাশের শহরগুলো থেকে প্রায় আড়াই হাজার প্রবাসী অংশ নেন। পাসপোর্ট নবায়ন, জন্মসনদ গ্রহণ ও ‘নো ভিসা’সহ নানা কনস্যুলার সেবা হাতের নাগালে পেয়ে প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেন। মিলান শহর থেকে দূরত্ব বেশি হওয়ায় এতদিন এসব সেবা নিতে ভিসেন্সা অঞ্চলের বাংলাদেশিদের ভোগান্তি পোহাতে হতো।
বৃষ্টি উপেক্ষা করে ভেনিস, পাদোভা, বলোনিয়া, ত্রেভিজো ও মনফালকনে থেকে আগত প্রবাসীরা বলেন, এ ধরনের ভ্রাম্যমাণ সেবা নিয়মিত হলে তাদের সময় ও ব্যয় দুটোই সাশ্রয় হবে। তবে অনেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ার জটিলতা ও হয়রানির অভিযোগ তুলে ভেনেতো অঞ্চলে একটি স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপনের দাবি জানান। মিলান কনস্যুলেটের কনসাল জেনারেল রফিকুল আলম বলেন, “আমরা সেবার মান আগের চেয়ে উন্নত করেছি এবং প্রবাসীদের সমস্যা সমাধানে গুরুত্ব দিচ্ছি।” সেবা চলাকালে তিনি ভিসেন্সা পিওভেনের মেয়র দত্তরে রেনাতো গ্রোত্তো–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। উভয়ে প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক অবদানের প্রশংসা করেন। ভেনেতো অঞ্চলে বর্তমানে প্রায় ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন। তাই প্রবাসীদের দাবি— একটি স্থায়ী কনস্যুলেট অফিস এখন সময়ের দাবি। সংক্ষিপ্ত আকারে সাজিয়ে দাও