অফিস ডেস্ক
পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহর পারিবারিক বাড়িতে হামলা চালিয়েছে অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লোয়ার দিরে অবস্থিত তাঁর নিজ বাসভবনে। দুর্বৃত্তরা বাড়ির গেটে গুলি চালায়, তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এ ঘটনার পরও রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে পাকিস্তান দলের সঙ্গেই থাকছেন নাসিম শাহ। গত সোমবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গুলি চালানোর পরপরই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। ইতোমধ্যে স্থানীয় পুলিশ হামলার তদন্ত শুরু করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ঘটনার পর নাসিম শাহর বাবা স্থানীয় এক পুলিশ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই কর্মকর্তা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।
ইএসপিএনক্রিকইনফো আরও জানিয়েছে, এ ঘটনায় নাসিম শাহর সিরিজ প্রস্তুতি বা সময়সূচিতে কোনো পরিবর্তন আসছে না। তিনি দলের সঙ্গে থেকে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করবেন।