শিরোনাম:

জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্ত মানবে না বিএনপি: ড. খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:২৩
photo

রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে অন্তর্বর্তী সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয়, তবে তা বিএনপি মেনে নেবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের সিদ্ধান্তের জন্য সমস্ত দায়-দায়িত্ব সরকারের ওপর বর্তাবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, “স্বাক্ষরিত সনদের বাইরে কিছু দল অযৌক্তিক দাবি ও নতুন ইস্যু তৈরি করছে, যা রাজনৈতিক ঐক্যের পরিপন্থী।”

এর আগে সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মঙ্গলবার গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরা হয়।

বিএনপি জানায়, প্রায় এক বছরব্যাপী জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে ‘জুলাই জাতীয় সনদ’ তৈরি হয় এবং ১৭ অক্টোবর তা স্বাক্ষরিত হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী সনদ বাস্তবায়নে সকল পক্ষ অঙ্গীকারাবদ্ধ।

তবে বিএনপির অভিযোগ, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা সনদের বাইরে গিয়ে কিছু সরকারি সিদ্ধান্ত ঘোষণার কথা বলেছেন, যা বিভ্রান্তিকর ও ঐকমত্যের পরিপন্থী।

সংবাদ সম্মেলনে বিএনপি স্পষ্ট জানিয়ে দেয়—জুলাই জাতীয় সনদের বাইরে সরকার যদি কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, তবে তা কোনো দলকেই মানতে বাধ্য করা যাবে না। সেই অবস্থায় এর সব দায়-দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।

শেয়ার করুন