অফিস ডেস্ক
চাঁদপুরের ৬ বছর বয়সী ক্ষুদে ফুটবলার সোহানের অসাধারণ ফুটবল দক্ষতা ইতিমধ্যেই জয় করেছে সারা দেশের ক্রীড়ামোদীদের হৃদয়। তার ছোট্ট পায়ের চমৎকার ড্রিবলিং ও বল নিয়ন্ত্রণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই ছুটে যান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামে—সোহানের খেলা দেখার জন্য।
সোহানের প্রতিভায় মুগ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপহারসামগ্রী পাঠান তার জন্য এবং ঘোষণা দেন তার যাবতীয় দায়িত্ব নেওয়ার। উপহার সামগ্রীগুলো পৌঁছে দেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক।
এবার এই ক্ষুদে ফুটবলারকে বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) স্কলারশিপের আওতায় আনার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,
“খুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেওয়া হবে। বিকেএসপিতে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে সোহান।”