অফিস ডেস্ক
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি গ্রামে তুহিন দেওয়ান হত্যার ঘটনায় এখনও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার সকাল সাড়ে ১২টায় মুন্সীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন। বিক্ষোভকারীরা হত্যার প্রধান আসামি মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির নেতা ওজির আলীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে পূর্ব বিরোধের জেরে ওজির আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী সেলিম দেওয়ানের ছেলে তুহিন দেওয়ানকে নিজ বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে পরিকল্পিতভাবে তাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়। নিহত তুহিন স্থানীয় বিএনপি নেতা ওয়াহিদ মোল্লা ও আতিক মল্লিকের অনুসারী ছিলেন বলে জানা গেছে। বিক্ষোভকারীরা বলেন, “হত্যার পর এক সপ্তাহ পার হলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আমরা তুহিন হত্যার সুষ্ঠু বিচার ও খুনিদের ফাঁসি চাই।”
এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।