নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের জন্য সর্বসাধারণের কাছে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন। তথ্য দিয়ে অস্ত্র উদ্ধারে সহায়তা করলে তথ্যদাতাকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে এবং তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
জেলা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রের ধরন অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে—
গুলি (প্রতি রাউন্ড): ৫০০ টাকা
পিস্তল: ৫০,০০০ টাকা
শর্টগান: ৫০,০০০ টাকা
রাইফেল: ১,০০,০০০ টাকা
এসএমজি (সাবমেশিন গান): ১,৫০,০০০ টাকা
এলএমজি (লাইট মেশিন গান): ৫,০০,০০০ টাকা
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার ও অপরাধীদের শনাক্ত করতে জনগণের সহযোগিতা অপরিহার্য। এ জন্য নির্ভয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
তথ্য প্রদানের জন্য নিম্নলিখিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে—
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস): ০১৩২০-০৯০৩০৩
ওসি, নারায়ণগঞ্জ সদর মডেল থানা: ০১৩২০-০৯০৩৭৭
ওসি, ফতুল্লা মডেল থানা: ০১৩২০-০৯০৪০৩
ওসি, সিদ্ধিরগঞ্জ থানা: ০১৩২০-০৯০৪২৯
ওসি, বন্দর থানা: ০১৩২০-০৯০৪৫৫
ওসি, সোনারগাঁও থানা: ০১৩২০-০৯০৫৩৩
ওসি, রূপগঞ্জ থানা: ০১৩২০-০৯০৪৮১
ওসি, আড়াইহাজার থানা: ০১৩২০-০৯০৫০৭
ওসি, জেলা গোয়েন্দা শাখা (ডিবি): ০১৩২০-০৯০৫৫৯
পুলিশ কন্ট্রোল রুম: ০১৩২০-০৯১২৯৮
জেলা পুলিশের এক মুখপাত্র জানান, “জনগণের সহায়তায় লুণ্ঠিত অস্ত্র উদ্ধার সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। যারা তথ্য দেবেন, তাদের নিরাপত্তা ও গোপনীয়তা সম্পূর্ণভাবে রক্ষা করা হবে।”

অফিস ডেস্ক

