অফিস ডেস্ক
ঢাকায় ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে রোববার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংগঠনের নিষিদ্ধ কার্যক্রম পুনরায় সক্রিয় করার পরিকল্পনা করছিলেন। পাশাপাশি রাজধানীতে ঝটিকা মিছিল, সহিংসতা, সরকারবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ড এবং অর্থায়নের মাধ্যমে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন।
ডিবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের কাছ থেকে সংগঠনের নাশকতা পরিকল্পনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ডিবির অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।