অফিস ডেস্ক
প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও আলো ছড়ালেন লিওনেল মেসি। তার জোড়া গোল ও অসাধারণ পারফরম্যান্সে ন্যাশভিলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। পুরো ম্যাচেই ছিল ‘এলএমটেন’-এর প্রভাব। শুধু গোল নয়, সবগুলো আক্রমণেই ছিল তার সরাসরি অবদান। এই ম্যাচে নিজের প্রফেশনাল ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট পূর্ণ করেছেন মেসি, যা ফুটবল ইতিহাসে অনন্য এক রেকর্ড। ম্যাচের ১০তম মিনিটেই একক প্রচেষ্টায় প্রথম গোলটি করেন মেসি। মাঝমাঠ থেকে বল পেয়ে চার ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে জালে পাঠান বল।
এরপর ৩৯তম মিনিটে মাতেও সিলভেত্তির ব্যাকপাস থেকে ফাঁকা জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী এই আর্জেন্টাইন তারকা। দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে জর্দি আলবার ব্যাকপাসে গোল করেন আলেন্দে, তৃতীয় গোলের উৎসও ছিলেন মেসি। এরপর মেসির বাড়ানো বল থেকে আলেন্দের দ্বিতীয় গোল, যা ন্যাশভিলের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। বড় জয়ে আত্মবিশ্বাসী মায়ামি এখন চোখ রাখছে ফাইনাল মঞ্চে। আর মেসি প্রমাণ করলেন, বয়স বাড়লেও তার জাদু এখনো অমলিন।