অফিস ডেস্ক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে অবশেষে ডাক পেলেন বসুন্ধরা কিংসের প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। গত ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া ক্যাম্পের জন্য ৫ নভেম্বর ঘোষিত ২৭ সদস্যের প্রাথমিক দলে তার নাম ছিল না। তবে চোটগ্রস্ত দুই খেলোয়াড়কে বাদ দিয়ে মিচেলকে দলে যুক্ত করেছে বাফুফে।
ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফরোয়ার্ড ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া, কিন্তু তাদের চোটের অবস্থা আশানুরূপ না হওয়ায় দুজনকেই আপাতত বিশ্রামে রাখা হয়েছে। তাদের পরিবর্তে নতুন করে কিউবা মিচেল এবং ফর্টিস এফসি’র মোরশেদ আলীকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাবে ক্যারিয়ার শুরু করেন কিউবা মিচেল। চলতি বছরের মাঝামাঝি সময়ে তাকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা শুরু হলেও পাসপোর্ট ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে উঠতে সময় লেগেছিল। বর্তমানে তিনি বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন, যদিও ক্লাব পর্যায়ে নিয়মিত খেলতে না পারায় আগে জাতীয় দলে তার সুযোগ হয়নি। এবার ইব্রাহিমের ইনজুরির সুযোগে জাতীয় দলের জার্সিতে নতুন করে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন এই প্রবাসী তারকা।
বাফুফে সূত্রে জানা গেছে, কিউবার যোগদান জাতীয় দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।