অফিস ডেস্ক
আসছে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজী কমর উদ্দিন (কে.কে.) গভ. ইনস্টিটিউশন-এর পুনর্মিলনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী হাসানুর রহমান হাসান, আর্ক ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী। অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব এফ রহমান ভুটান জানিয়েছেন, প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণের এই মিলনমেলায় হাসানের পরিবেশনা থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে। জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২৪ সাল পর্যন্ত এসএসসি উত্তীর্ণ প্রায় এক হাজার প্রাক্তন শিক্ষার্থী এই পুনর্মিলনীতে যোগ দেবেন।
সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে রেজিস্ট্রেশন ও শুভসূচনা অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজন শুরু হবে। নানা আড্ডা, স্মৃতিচারণ, ও প্রাক্তনদের সম্মাননা পর্ব শেষে বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আরও সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক জাহিদ নিরব।
আয়োজকরা জানিয়েছেন, দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থীদের এই পুনর্মিলনীকে কেন্দ্র করে কে.কে. ইনস্টিটিউশন প্রাঙ্গণ এখন উৎসবমুখর পরিবেশে সাজানো হচ্ছে।