শিরোনাম:

কানাডার নতুন ভিসা নীতি: বাংলাদেশ-ভারতের আবেদনকারীদের জন্য বাড়ছে নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:৫৭
photo

ভিসা জালিয়াতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ও ভারত থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের জন্য গণহারে ভিসা বাতিলের ক্ষমতা চেয়েছে কানাডা সরকার। সাম্প্রতিক এক সরকারি নথিতে দুই দেশকে “চ্যালেঞ্জ দেশ” হিসেবে উল্লেখ করা হয়েছে, যাতে জালিয়াতির সঙ্গে জড়িত কেউ দেশটিতে প্রবেশ করতে না পারে।

 

বর্তমানে কানাডা কেবল যুদ্ধ বা বৈশ্বিক মহামারির মতো জরুরি অবস্থায় গণভিসা বাতিলের ক্ষমতা রাখে। তবে নতুন প্রস্তাবে বলা হয়েছে, চ্যালেঞ্জ ক্যাটাগরিতে থাকা দেশগুলোর ক্ষেত্রেও প্রয়োজনে এক নির্দেশেই বিপুলসংখ্যক ভিসা বাতিল করা যাবে। এই প্রস্তাবটি ইতোমধ্যে পার্লামেন্টে বিল আকারে উত্থাপিত হয়েছে এবং শিগগিরই আইনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাইগ্র্যান্ট রাইটস নেটওয়ার্কসহ তিন শতাধিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, এ উদ্যোগ কানাডাকে “গণ ফেরত পাঠানোর মেশিনে” পরিণত করতে পারে।

শেয়ার করুন