বগুড়ায় প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্যের বাড়ির গেটের সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর বুধবার সকালে নিজের ফেসবুক পেজে ৪ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন পিনাকী ভট্টাচার্য। সেখানে তিনি লেখেন—
“আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকাল রাতে ২টায় দুজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আমার বাসায় বৃদ্ধা মা থাকেন, তবু এই পিশাচদের সেই বোধটাও নাই। আমি বগুড়াবাসীর কাছে পরিবারের নিরাপত্তা চাইছি এবং এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি। আমাকে কোনো হুমকিই থামাতে পারবে না।”
ঘটনার পর বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম গণমাধ্যমকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
“ভিডিও ফুটেজে দেখা যায়, দুজন যুবক এসে একটি ছোট পলিথিনের টুকরোতে আগুন লাগিয়ে দরজার সামনে ফেলে চলে যায়। তারা মাদকসেবী হতে পারে। ঘটনাস্থল থেকে পোড়া পলিথিন উদ্ধার করা হয়েছে,” বলেন তিনি।
তিনি আরও জানান, এটি বড় কোনো ঘটনা নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সতর্কতার অংশ হিসেবে বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এদিকে স্থানীয় দুজন বাসিন্দা জানিয়েছেন, ওই দুই যুবক সম্ভবত হেরোইন জাতীয় মাদক সেবন শেষে পলিথিনে আগুন লাগিয়ে স্থান ত্যাগ করেন।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন,
“ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা পুলিশ পাঠাই। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা এ বিষয়ে কোনো অভিযোগ করেননি। তবু সিসিটিভি ফুটেজ যাচাই করে আমরা বিষয়টি তদন্ত করছি। যদি অন্য কোনো উদ্দেশ্য থেকে থাকে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশের তদন্ত অব্যাহত থাকলেও ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে—এটি আসলেই এলোমেলো কোনো ঘটনা, নাকি পিনাকী ভট্টাচার্যকে লক্ষ্য করে কোনো পরিকল্পিত ভয় দেখানোর প্রচেষ্টা।

অফিস ডেস্ক

