অফিস ডেস্ক
দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে মুন্সীগঞ্জে বিএনপির মাঠপর্যায়ের প্রচার অভিযান চলছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান।
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সিনহার নির্দেশে এবং টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আমির হোসেন দোলনের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বিএনপির নীতিমালা ও কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম জহিরুল ইসলাম লেলিন ও ওয়াহিদ ঢালী, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার মোল্লা, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডি এম মনোয়ার বেপারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অলিউল্লা খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন লিখন খান, দিঘীরপাড় ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোস্তফা গাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।