অফিস ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীকে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নেতারা। সোমবার (৩ নভেম্বর) রাতে দলটির প্রভাবশালী নেতারা কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া—
ঢাকা-১৮ আসনে লড়বেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী,
নরসিংদী-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার,
রংপুর-৪ আসনে থাকছেন সদস্য সচিব আখতার হোসেন,
এবং পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তবে সোমবার রাতেই এক ভিডিও বার্তায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন,
“এনসিপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে, তা সাংবাদিকদের ধারণা নির্ভর।”
তিনি আরও জানান, প্রার্থী তালিকা চূড়ান্ত করে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে এনসিপির নির্বাচনী প্রস্তুতি দলটির সংগঠন কাঠামোকে মাঠ পর্যায়ে আরও সক্রিয় করে তুলতে পারে।