শিরোনাম:

নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৫:৫০
photo

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে নেত্রকোনা-৪ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঘোষিত তালিকা অনুযায়ী, লুৎফুজ্জামান বাবরকে নেত্রকোনা-৪ আসন থেকে প্রার্থী করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন,

“দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন সামনে রেখে বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করছে। যে আসনগুলোতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো প্রার্থী ঘোষণা করবে, সেগুলো সমন্বয় করা হবে। প্রয়োজনে কিছু আসনে প্রার্থী পরিবর্তনও হতে পারে।”

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।

রাজনৈতিক মহলে এই প্রার্থী ঘোষণাকে বিএনপির নির্বাচনী কৌশলের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন