শিরোনাম:

মুন্সীগঞ্জ-৩ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি: নেতাকর্মীদের মধ্যে হতাশা ও জল্পনা

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৫:২২
photo

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে মুন্সীগঞ্জ জেলা সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত জেলার গুরুত্বপূর্ণ আসন মুন্সীগঞ্জ-৩-এ এখনো প্রার্থী ঘোষণা করেনি দলটি।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। তবে তিনি বলেন, “মুন্সীগঞ্জ-৩ পরে ঘোষণা করা হবে।”

এই ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া ও মন্তব্য দিচ্ছেন তারা।

জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন এবং কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন—এই দুই নেতাই ছিলেন মনোনয়ন প্রত্যাশী এবং সবচেয়ে আলোচনায় থাকা নাম। কিন্তু প্রার্থী তালিকায় নাম না থাকায় তাদের সমর্থকরাও হতাশা প্রকাশ করছেন।

স্কুলশিক্ষক ও সাংবাদিক তানজিল হাসান লিখেছেন,

“গত আওয়ামী লীগ আমলে মুন্সীগঞ্জে বিএনপির অন্যতম সক্রিয় নেতাকে ঝুলিয়ে রাখলো! আর যারা অবসর নিয়েটিয়ে নিরাপদে বসেছিলো, তাদের লাইমলাইটে নিয়ে আসলো!”

সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি ও সাবেক ছাত্রদল নেতা মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার মন্তব্য করেছেন,

“তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। রুখে দাঁড়াও ষড়যন্ত্রের বিরুদ্ধে। আমরা মুন্সীগঞ্জ-৩ আসনে মহিউদ্দিন ভাইকে চাই—এটাই জনতার মত, ধানের শীষের বিজয়ের একমাত্র পথ।”

অন্যদিকে জেলা ছাত্রদল নেতা আবু মুহাম্মদ রুইয়াম লিখেছেন,

“যে ই মনোনয়ন পাক, আমার নেতা রতন ভাই। তবে ধানের শীষের পক্ষে ইনশাআল্লাহ কাজ করবো। ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জেলার সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আসনটি বিএনপি শেষ পর্যন্ত খালি রাখবে না। জোট রাজনীতি, ইসলামপন্থী দলগুলোর সঙ্গে সমন্বয়, এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতামূলক চিত্র বজায় রাখার কৌশলেই আপাতত এই আসনের নাম ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বিএনপির সঙ্গে জোটবদ্ধ ইসলামিক ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য কিছু আসন খোলা রাখার পরিকল্পনা রয়েছে। ফলে মুন্সীগঞ্জ-৩ আসনের মনোনয়ন শেষ মুহূর্তে নির্ধারিত হতে পারে। এছাড়া ঘোষিত অন্য দুই আসনের প্রার্থীতাতেও পরিবর্তন আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না দলীয় সূত্র।

সোমবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচনী কৌশল, জোট সমন্বয়, এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় নিয়ে আলোচনা হয়।

নির্বাচন কমিশনের ঘোষণানুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন।

মুন্সীগঞ্জের রাজনৈতিক মহলে এখন প্রশ্ন—শেষ পর্যন্ত কে হচ্ছেন বিএনপির মুখ মুন্সীগঞ্জ-৩ আসনে? উত্তর মিলবে খুব শিগগিরই।

শেয়ার করুন