অফিস ডেস্ক
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চাসার ইউনিয়নের ০১ নং ওয়াডের আনসার ক্যাম্প থাকে রতনপুর এলাকায় সরকার বাড়ি বেইলি ব্রিজ নিচের ডোবায় নিখোঁজের ৪ দিন পর ব্যাটারিচালিত মিশুক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের স্বজনেরা এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি। নিহত মোহাম্মদ মজিবল (৪৫) বরিশাল জেলার হিজলা থানার বাসিন্দা। মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় তিনি ভাড়ায় থেকে মিশুক চালাতেন। জানা যায়, মজিবল পেশায় একজন ব্যাটারিচালিত মিশুক চালক ছিলেন।
সকালের দিকে এলাকাবাসি রাস্তা দিয়ে জাওয়া আসার সময় একটি বস্তাবন্দি কিছু একটি দেখতে পান এবং স্থানীয়দের সাথেসাথে ৯৯৯ যোগাযোগ করে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তাবন্দি অবস্থায় দেখে কাচি দিয়ে কাটাহলে মরদেহ উদ্ধার করেন মুন্সীগঞ্জ সদর উপজেলার (ওসি) মোঃ সোহাগ, নিহতের শরীরে রশি দিয়ে পেচানোএবং বস্তাবন্দি অবস্থায় ছিলো,
এবং শরীরের অধিকাংশ পচে গেছে।
মজিবল মাঝির ছেলে মোঃ রাসেল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাবা মুন্সিীগঞ্জে একা বসবাস করতেন। তিনি স্থানীয় একটি গ্যারেজ থেকে ভাড়ায় মিশুক চালাতেন। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে তিনি বের হন। এরপর আর ফেরেননি। গতকাল গ্যারেজ মালিক আমাকে ফোন দিয়ে জানালে আমি থানায় সাধারণ ডায়েরি করি। পরে আজ বাবার মরদেহ পাওয়া যায়।
ওসি মোঃ সোহাগ আরও বলেন, মজিবলের স্বজনেরা আগেই থানায় ছেলে নিখোঁজের ডায়েরি করেছিলেন। সেটি এখন মামলা হিসেবে রেকর্ড হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে।