অফিস ডেস্ক
নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া” — এই জোরালো স্লোগানকে সামনে রেখে সাংবাদিকদের ন্যায্য অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঘোষিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হওয়ায় সাংবাদিকরা মানবেতর জীবন যাপন করছেন। অবিলম্বে নবম ওয়েজ বোর্ড কার্যকর ও দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানান তারা। পাশাপাশি একজন সাংবাদিকের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং নিরাপদ কর্মপরিবেশ ও সাপ্তাহিক দুই দিন ছুটি নিশ্চিতের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালো আইন বাতিল, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, এবং সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার করতে হবে। এছাড়া সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত গঠনের দাবি তোলেন তারা।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবি পূরণ না হলে আমরা দেশব্যাপী কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
২১ দফা দাবির মধ্যে আরও রয়েছে — সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ, নারী সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়ন, অবসরকালীন সুবিধা চালু, ও গণমাধ্যমের কাঠামোগত সংস্কারসহ নানাবিধ দাবি।
বক্তারা সাংবাদিকদের জন্য একটি টেকসই, মর্যাদাপূর্ণ ও স্বাধীন পেশাগত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।