অফিস ডেস্ক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আলদীবাজার শাখার পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার নাজমুল হাসান নিখোঁজ হয়েছেন। তিনি সরকারি হরগঙ্গা কলেজের দর্শন বিভাগের প্রভাষক স্বপ্না আক্তারের স্বামী এবং মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে তিনি মাঠপাড়ার বাসা থেকে বের হন, কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
নিখোঁজ নাজমুল হাসানের স্বজনরা জানিয়েছেন,
“নাজমুল হাসান নিয়মিতভাবে অফিসে যেতেন। কিন্তু ওই দিন বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ মেলেনি। আমরা পুলিশে খবর দিয়েছি এবং সর্বত্র খোঁজ নিচ্ছি।”
পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে —
যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি নাজমুল হাসানের সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে যোগাযোগ করুন এই নম্বরে: ০১৮৮৪৬৩৫৩০৮।
এদিকে স্থানীয় প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।