অফিস ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ধ্বংসযজ্ঞের মধ্যে ৩৬ জন এতিম নাতি-নাতনির দেখাশোনার দায়িত্ব নিয়েছেন এক প্রবীণ ফিলিস্তিনি দম্পতি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নানি রিদা আলিওয়া বলেন, “এই শিশুদের যত্নের প্রয়োজন। তাদের খাবার, পানি এবং বিশেষ মনোযোগ দরকার। আমি প্রতিদিন ভোর ৩টায় ঘুম থেকে উঠে তাদের গোসল করাই, খাওয়াই—বয়সের ভার সত্ত্বেও যতটা পারি করি।”
অন্যদিকে দাদা হামেদ আলিওয়া বলেন, “শিশুদের রক্ষা করা এখন আরও কঠিন হয়ে পড়েছে। যুদ্ধের হুমকি এখনও বিরাজ করছে, আর মৌলিক চাহিদার জিনিসগুলোও চরমভাবে সংকটাপন্ন। আমরা প্রতিদিন ড্রোনের শব্দে রাত কাটাই—যেন যেকোনো মুহূর্তে যুদ্ধ আবার শুরু হবে।”
গাজার এই পরিবারের মতো হাজারো ফিলিস্তিনি পরিবার আজ টিকে থাকার সংগ্রামে লিপ্ত। ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ইসরায়েলের গাজা অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৭ হাজার শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে, যা অঞ্চলের ভয়াবহ মানবিক বিপর্যয়কে আরও স্পষ্ট করে তুলছে।