শিরোনাম:

ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নাছির উদ্দিন, স্টাফ রিপোর্টার :
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৯:০৮
photo

ইয়াংস্টার ক্লাবের সার্বিক সহযোগীতায় সমাজের দুস্থ ও অসহায় দুইশত পরিবারের মাঝে চাউল, ডাল, ও আলু এইসব খাদ্য সামগ্রী বিতরন করা হয় মুন্সিগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ ইসলামপুর পূর্ব পাড়ায় অবস্থিত ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে শুক্রবার সকালে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করা হয় এ মানবিক কার্যক্রমের। আয়োজকদের ভাষায়, “মানব সেবা শুধু একটি দায়িত্ব নয়, এটি মানবিকতার বহিঃপ্রকাশ।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সচিব জননেতা মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের সদস্যরা। ইয়াংস্টার ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ মোতাহার হোসেন মাহি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী রফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক, জেলা বিএনপির সদস্য সাহাদাত সরকার এবং ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হেলাল শেখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মোঃ পারভেজ হোসেন ফরহাদ, সভাপতি মোহাম্মদ মিলন, সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ মনজুর আলী, সম্পাদক আব্দুল্লাহ আল অনিম, সদস্য রাব্বি ব্যাপারীসহ ইয়াংস্টার ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে থেকে মানবিক দায়বদ্ধতা পালনই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও ইয়াংস্টার ক্লাবের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
 

শেয়ার করুন