শিরোনাম:

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে শ্রীনগরে ইমাম ও সুধী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ হামিদুল ইসলাম লিংকন মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি:
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ অক্টবার ২০২৫ | সময়ঃ ১২:৪৫
photo

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এবং আগামী ১৫ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মুন্সীগঞ্জের শ্রীনগরে ইমাম ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত শ্রীনগর চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা ইউনুস কাসেমী দা.বা. সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর ও সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের আহ্বায়ক আল্লামা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বিশেষ অতিথি ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ; মাওলানা আহমদুল্লাহ খান, সভাপতি, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি মুন্সীগঞ্জ; মাওলানা হুসাইন আহম্মদ ইছহাকী, সাধারণ সম্পাদক, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি মুন্সীগঞ্জ; এবং মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ, সহ-সভাপতি, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ।

 

এছাড়া শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, মাওলানা জাকির হোসেন, সাধারণ সম্পাদক, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি শ্রীনগরসহ স্থানীয় ওলামায়ে কেরাম, ইমাম ও সুধীজনরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “জালিমদের এই দেশে কোনো স্থান নেই; অতীতে তারা যে নির্যাতন চালিয়েছে, ভবিষ্যতেও যেন সেই সুযোগ না পায় সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।” তারা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জোর দাবি জানান।

সম্মেলনে আগামী ১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনে শ্রীনগর উপজেলা থেকে সর্বাধিক উপস্থিতি নিশ্চিত করার জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানান।

শেয়ার করুন