অফিস ডেস্ক
উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের শ্রীনগর উপজেলা আঞ্চলিক অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় আলআমিন বাজারের মোড়ল মার্কেটে নবনির্মিত এই অফিসের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মাসুদ, শ্রীনগর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন, সদস্য সচিব শহিদুল ইসলাম, সদস্য আব্দুস সালাম, আদেশ ও আব্দুল মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ। নেতারা বলেন, এই আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ে মৎস্যজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে এবং দলীয় আদর্শ ও জনসংযোগ বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।