অফিস ডেস্ক
চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষভাবে চুরি, মাদক নিয়ন্ত্রণ, ড্রেজার কার্যক্রম, ইভটিজিং এবং রাত ১০টার পর ইউনিয়ন পর্যায়ের বাজারে চায়ের দোকান খোলা রাখার বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়। এ সময় এসব সমস্যার প্রতিকার ও শৃঙ্খলা রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ এবং নিয়মিত তদারকি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধি, কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।