শিরোনাম:

হাজীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ কামরুল, হাজীগঞ্জ (চাঁদপুর)
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ অক্টবার ২০২৫ | সময়ঃ ১২:৩৪
photo

চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষভাবে চুরি, মাদক নিয়ন্ত্রণ, ড্রেজার কার্যক্রম, ইভটিজিং এবং রাত ১০টার পর ইউনিয়ন পর্যায়ের বাজারে চায়ের দোকান খোলা রাখার বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়। এ সময় এসব সমস্যার প্রতিকার ও শৃঙ্খলা রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ এবং নিয়মিত তদারকি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধি, কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন