শিরোনাম:

নোয়াখালী বিভাগের দাবিতে মশাল মিছিল

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৭:৪০
photo

বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তায় এই কর্মসূচি পালন করা হয়।

মশাল মিছিলটি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বর প্রদক্ষিণ করে সমাবেশে রূপ নেয়। এতে উপস্থিত ছিলেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলন কমিটির সমন্বয়ক সাইফুর রহমান রাসেল, ফারভেজ মোল্লা, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাসুম মির্জা, নিশান ফাউন্ডেশনের মহাসচিব ইয়াকুব ইমন, আল আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আল আমিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জেলা ও হাজার বছরের সমৃদ্ধ জনপদ নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও পার্শ্ববর্তী অঞ্চলকে একত্র করে বৃহত্তর নোয়াখালী বিভাগ গঠন এখন সময়ের দাবি। তারা সরকারের প্রতি আহ্বান জানান—অর্থনৈতিক, সামাজিক ও ভৌগোলিক বাস্তবতার ভিত্তিতে দ্রুত বিভাগ ঘোষণা করতে হবে।

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
বক্তারা আরও বলেন, দেশের অন্যতম উন্নত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী জেলা নোয়াখালীকে এখনো বিভাগ ঘোষণা না করা অবিচার। বিভাগ ঘোষণার দাবিতে জনদাবি উপেক্ষা করা হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া সংগঠনগুলোর নেতারা জানান, বৃহত্তর নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে। সরকারের পক্ষ থেকে ইতিবাচক ঘোষণা না এলে জেলার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী কর্মপন্থা ঘোষণা করা হবে।

শেয়ার করুন